গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র্যালী পরবর্তী আলোচনা সভা ডায়াবেটিস সমিতি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন “এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৪ নভেম্বর ) সকালে উক্ত সমিতির ভারঃ সভাপতি আমিনুল ইসলাম মিনুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল,সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামসহ আরো অনেকে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন। শেষে কেক কর্তন ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান।