গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌর শহরে বিএনপি ও আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পৃথক দুটি গ্রুপের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়ে গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রাকিব ও ইমরানসহ ৩ জন বগুড়া বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা যায়।
গত ৩১ অক্টোবর (সোমবার) দুপুরে পৌর শহরের গাইবান্ধা – পলাশবাড়ী সড়কের তিনমাথা মোড়ে এ সংঘর্ষের ঘটনায় প্রায় ১০ আহত হন। আহতদের সকল কে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। এদের মধ্যে তিনজন গুরুতর আহত হয়ে বগুড়ায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এ চিকিৎসাধীন রয়েছে।
পুলিশী তৎপরতায় সংঘর্ষে জড়িতরা উভয় পক্ষ পিছু হঠায় বর্তমানে সার্বিক পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে ৷
এঘটনায় উভয় পক্ষ পলাশবাড়ী থানায় এজাহার দায়ের করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেন থানা ওসি তদন্ত দিবাকর অধিকারী।