উক্রেন যুদ্ধে আংশিক সেনা নিযুক্তির ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার পুতিন জাতির উদ্দেশে টেলিভিশনে ভাষণ দেন। এতে তিনি ‘আংশিক সেনা নিযুক্তি’র ঘোষণা দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়া এ ধরনের সেনা নিয়োগ করতে যাচ্ছে। এই আংশিক সেনা নিযুক্তিতে তিন লাখ রিজার্ভ সেনাকে ডাকা হবে বলে তিনি জানান। তবে এই সেনা নিযুক্তিতে কোনো নারীকে ডাকা হচ্ছে না। খবর তাসের।
রুশ প্রতিরক্ষা প্রধান সের্গেই শৌইগু গতকাল শনিবার বলেন, আংশিক সেনা নিযুক্তিতে কোনো নারীকে ডাকা হচ্ছে না। ভবিষ্যতেও এ ধরনের কোনো পরিকল্পনাও নেই।
নতুন এই সেনা নিয়োগের ঘোষণার পরপরই তা বাস্তবায়ন শুরু করে দিয়েছে রাশিয়া। এ লক্ষ্য খসড়া তৈরির কাজ চলছে। এ খসড়া নিয়ে চলছে সমালোচনা। গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে উঠে এসেছে, সামরিক অভিজ্ঞতাহীন অনেক ব্যক্তি, যাঁদের মধ্যে বয়স্ক ও শারীরিকভাবে অক্ষম, এমন লোকজনকেও তালিকাভুক্ত করা হয়েছে। রাশিয়ার এই সেনা নিযুক্তিকে কেন্দ্র করে সেখানে বিক্ষোভও চলছে। বিক্ষোভ থেকে এক হাজারেরও বেশি রুশ নাগরিককে গ্রেপ্তার করেছে রাশিয়ান পুলিশ।