
বর্তমান সংবিধান মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে’–এমন মন্তব্য করে এর সংশোধনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দৈনিক নয়াদিগন্তের দেড় যুগ পূর্তি উৎসবে যোগ দিয়ে তিনি এই দাবি জানান। এদিন রাজধানীর মতিঝিলে পত্রিকাটির কার্যালয়ে শুভেচ্ছা জানাতে যান বিএনপি মহাসচিব। এ সময় সংবিধান সংশোধনে একটি সাংবিধানিক কমিশন গঠনের কথাও বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘যে সংবিধানে আমার অধিকার হরণ করা হয়েছে। যে সংবিধানের মধ্যে কেটেছেঁটে তিনটি অনুচ্ছেদ-বলা হচ্ছে যা কোনো দিন পরিবর্তন করা যাবে না। সেই সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে। সংবিধান হবে অবশ্যই আমাদের মানুষের জন্য। আমরা যেটা চেয়েছিলাম, তার জন্য সংবিধানে অবশ্যই কিছু পরিবর্তন আনতেই হবে। কথা পরিষ্কার-এ দেশের মানুষ যা চাইবে, সেটাই হচ্ছে সংবিধান।
’সংবিধান সংশোধনে কমিশন গঠনের কথা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘যদি জনগণের বিজয় হয়, সাংবিধানিক কমিশন করা হবে। কমিশন করে অগণতান্ত্রিক, গণবিরোধী যা কিছু সংযোজন করা হয়েছে, সেগুলো বাতিল করে জনগণের জন্য যা প্রয়োজন, সত্যিকার অর্থে যুগোপযোগী একটা সংবিধান আমরা নিয়ে আসার চেষ্টা করব।’বর্তমান সময়কে ‘নষ্ট সময়’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা একটা অত্যন্ত নষ্ট, ভয়ংকর সময় অতিক্রম করছি। এই সময়টা অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সাহসের সঙ্গে আমাদের অতিক্রম করতে হবে এবং জয়লাভ করতে হবে।
১৯৭১ সালে আমরা যে স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের যা প্রয়োজন তা করতে হবে।’