
রংপুর সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হিসেবে মোস্তাফিজার রহমানকে আবারও পরিচয় করিয়ে দিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। জাপার শীর্ষ দুই নেতাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়ার পর আজ সোমবার প্রথম রংপুর সফরে আসেন জাপা চেয়ারম্যান। এরপর সন্ধ্যায় নগরের সেন্ট্রাল রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাপার যৌথ কর্মিসভায় মোস্তাফিজার রহমানকে হাত তুলে প্রার্থী ঘোষণা করেন জি এম কাদের।
এর আগে গত বছরের আগস্ট মাসে রংপুরে দলীয় কার্যালয়ে এসে বর্তমান মেয়র মোস্তাফিজার রহমানকে এ সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা দিয়েছিলেন জাপা চেয়ারম্যান। মোস্তাফিজার রহমান দলের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য ও রংপুর মহানগরের সভাপতি।
এদিকে পাঁচ দিনের সফরে ঢাকা থেকে আজ দুপুর ১২টায় সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছান জাপা চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। রংপুর সার্কিট হাউসে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলটির নেতা-কর্মীরা।
গতকাল বিকেল চারটায় দলীয় কার্যালয়ে জেলা ও মহানগর জাপার যৌথ কর্মিসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন জি এম কাদের। এতে সভাপতিত্ব করেন মোস্তাফিজার রহমান। সন্ধ্যায় সভায় মোস্তাফিজারকে দলীয় মেয়র প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দেন জাপা চেয়ারম্যান।
গত বুধবার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যানের পদসহ দলের সব ধরনের পদ থেকে আবদুর রউফ ওরফে মানিককে অব্যাহতি দেয় জাতীয় পার্টি। রউফ রংপুর পৌরসভার সাবেক মেয়র। তিনি সিটি নির্বাচনে দলের সম্ভাব্য প্রার্থী হিসেবে দোয়া চেয়ে প্রচারণা শুরু করেছিলেন। জি এম কাদের স্বাক্ষরিত এক বার্তায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া ১৪ সেপ্টেম্বর এক বার্তায় জাপার সভাপতিমণ্ডলীর সদস্যসহ সব পদ থেকে মসিউর রহমান ওরফে রাঙ্গাকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান।
কর্মিসভায় জি এম কাদের বলেন, এ সরকারের আমলে কাউকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না। বিভিন্ন জায়গায় সভা-সমাবেশে বাধা দেওয়া হচ্ছে। মতপ্রকাশের অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এক ব্যক্তির হাতে সব ক্ষমতা। একনায়কতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত করা হয়েছে।