‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’ এবারের প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২২ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. অনোয়ারা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. শাহনাজ আকতার, বরিশাল ইউপি চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম সরকার ও উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।