আগামী ১৭ অক্টোবর আসন্ন গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী ও জেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি আবু বক্কর সিদ্দিক পলাশবাড়ী পৌরসভা মেয়র ও কাউন্সিলরদের সাথে মতবিনিময় সভা করেছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আবু বক্কর সিদ্দিক।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম,বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা,পৌর প্যানেল মেয়র ২ আসাদুজ্জামান শেখ ফরিদ,শাহিনুর আকতারসহ পৌর কাউন্সিলগণ।
মতবিনিময় সভায় নির্বাচনে জয়ী হতে পারলে স্বচ্ছতা ও জবাবদিহিতা মুলক ভাবে জেলা পরিষদ পরিচালনা করার অঙ্গীকার করে ভোটারদের ভোট ও সমর্থন কামনা করেন চেয়ারম্যান প্রার্থী আবু বক্কর সিদ্দিক। তিনি তালগাছ প্রতিক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি পলাশবাড়ী উপজেলার মহদীপুর, বরিশাল,হোসেনপুর ও কিশোরগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সহিত মতবিনিময় করেন।