দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বিশ্ব সাদা ছড়ির নিরাপত্তা দিবস উপলক্ষে আজ শনিবার কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিপ্তরের উপ-পরিচালক মো.ফজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, গাইবান্ধা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাঘাটা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান,প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. আখতার হুসাইন, ডা: মোস্তাফিজুর রহমান,শহিদুল ইসলাম,খন্দকার মো. সুলতান মাহামুদ সহ অন্যান্য কর্মকর্তা।
এর আগে দিবসটি উপলক্ষে ডিবি রোডের জেলা সমাজসেবা কার্যালয় হইতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।অনুষ্ঠানে ৭ জন দৃষ্টিহীন প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়।