গাইবান্ধা ৩ আসনের জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি ও তার পতি বিশিষ্ট ব্যবসায়ি মাহবুব রহমান নাসিম জুটির ৩১ তম বিবাহ বার্ষিকী পালিত হয়েছে।
এ দম্পতির সাফল্যময় জীবনে অনেক প্রাপ্তিতে ভরপুর সুন্দর পরিপাটি জীবন যাপন । ব্যবসায় সাফল্য পেয়েছেন যেমন মাহবুব রহমান নাসিম তেমনি সংসার জীবনে সহধর্মী হিসাবে পেয়েছেন একজন সফল নারী যিনি দেশের সুনাগরিক ও আইনজীবী হতে আইনপ্রনেতায় পরিণত হয়েছেন। এ জুটির বন্ধনে আজ অনেক কিছুতেই সফলতার মুখ দেখেছেন। এ দম্পতির ২ টি কন্যা রয়েছেন যারা উচ্চ শিক্ষার জন্য কানাডায় বসবাস করছেন। ৩১ গাইবান্ধা ৩ (পলাশবাড়ী সাদুল্যাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি ও বিশিষ্ট ব্যবসায়ি মাহবুব রহমান নাসিম শুধু পরিবারের মধ্যে নয়,সমাজিক ও মানবিকতায়,রাজনীতি ও রাষ্ট্রীয় ভাবে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।
এ দম্পতি শুধু মুন্সিগঞ্জে আর গাইবান্ধা জেলায় নয় সারাদেশে ব্যাপক জনপ্রিয় জুটি। সারাদেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্ত রয়েছেন তাদের অসংখ্য শুভাকাংখি,আত্মীয় স্বজন, প্রতিবেশী,বন্ধু বান্ধব সহ অসংখ্য মানুষ । যারা এই প্রিয় জুটির বিবাহ বার্ষিকীর দিনটিকে ভুলেনি । প্রিয় জুটির মঙ্গলময় জীবন, সুস্বাস্থ্য ও দীর্ঘআয়ু কামনা করে দোয়া কামনা করেছেন। বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।প্রিয় জুটির এ ছবিখানা।
উল্লেখ্য, গত ১৯৯১ সালে ১৫ সেপ্টেম্বর এ জুটি উভয় পরিবারের সম্মতিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।