বাল্টিক সাগরের তল দিয়ে চলে যাওয়া রাশিয়ার দুটি প্রধান গ্যাস পাইপলাইনে রহস্যময় লিকের ঘটনা তদন্ত করে দেখতে শুরু করেছে ইউরোপের দেশগুলো।
লিকের ঘটনাটি নাশকতা হতে পারে বলে আশঙ্কা করছে তারা। ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসনের পর জ্বালানি সংকটের প্রাণকেন্দ্রে রয়েছে নর্ড স্ট্রিম-১ এবং নর্ড স্ট্রিম-২ নামের এই দুটি গ্যাস পাইপলাইন।
লিকের ঘটনার নেপথ্যে কে বা কাদের হাত আছে তা এখনও স্পষ্ট না হলেও পোল্যান্ডের প্রধানমন্ত্রী পাইপলাইন লিকের জন্য নাশকতাকেই দায়ী করেছেন। যদিও এর সপক্ষে কোনও প্রমাণ তিনি দিতে পারেননি। ওদিকে, ড্যানিশ প্রধানমন্ত্রীও বলেছেন, নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
ইউক্রেইনে আগ্রাসন চালানোর জেরে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ হওয়ার পর মস্কো এই গ্যাস পাইপলাইন দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ কয়েক দফায় কমিয়েছে। এতে ইউরোপে জ্বালানির দাম বেড়ে যায় এবং দেশগুলো বিকল্প জ্বালানির সন্ধান শুরু করে।
এবার পাইপলাইনে লিকের জন্য রাশিয়াও নাশকতাকে সম্ভাব্য কারণ হিসাবে উল্লেখ করেছে এবং বলেছে, এতে করে ইউরোপের জ্বালানি নিরাপত্তা ক্ষুন্ন হয়েছে।
তবে ইউক্রেইন বলছে, রাশিয়ার ‘সন্ত্রাসী হামলা’র কারণে গ্যাস পাইপলাইন লিকের ঘটনা ঘটেছে। ইউরোপকে অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করেছে ইউক্রেইন। তবে এ দাবির পক্ষে তারা কোনও প্রমাণ হাজির করতে পারেনি।
ইউক্রেইনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোদোলিয়াক বলেছেন, নর্ড স্ট্রিম-১ এবং ২ গ্যাস পাইপলাইনের ক্ষতি ইইউ’কে নিশানা করে চালানো আগ্রাসী কর্মকাণ্ড।
রাশিয়া শীতের আগে দয়ে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে অভিযোগ করে তিনি ইইউ-কে ইউক্রেইনের প্রতি সামরিক সমর্থন আরও জোরদারের আহ্বান জানান।
সুইডেনের সমুদ্রসীমা কর্তৃপক্ষ নর্ড স্ট্রিম ১ পাইপলাইনে দুটি লিক নিয়ে সতর্কতা জারি করেছে। এর আগের দিন নর্ড স্ট্রিম ২ পাইপলাইনেও লিক শনাক্ত হয়। এরপর ডেনমার্ক সাগরে ছোট এলাকা ঘিরে নৌ ও বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছিল।
ডেনমার্কের সশস্ত্র বাহিনী একটি ভিডিও প্রকাশ করে। তাতে সমুদ্রের পানির ওপরে বুদবুদ উঠতে দেখা গেছে। গ্যাস লিকের কারণে সাগরের উপরিভাগে এক কিলোমিটার এলাকাজুড়ে এমন বুদবুদের সৃষ্টি হয়েছে বলে জানায় তারা।
পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথিউজ বলেন, “আজ আমরা নাশকতামূলক কর্মকাণ্ডের সম্মুখীন হয়েছি। কী ঘটেছে তা আমরা এখনও বিস্তারিত জানি না। কিন্তু স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এটি একটি নাশকতামূলক কর্মকাণ্ড, যা ইউক্রেইন পরিস্থিতির পরবর্তী ধাপে আরও বেড়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত।”
ডেনমার্ক এবং সুইডেনের ভূকম্পনবিদরা সোমবার পাইপলাইন লিক এলাকায় পানির নিচে শক্তিশালী বিস্ফোরণের কথা বলেছিলেন। সুইডেনের ন্যাশনাল সিসমোলোজি সেন্টারের এক বিশেষজ্ঞ স্থানীয় গণমাধ্যমে বলেন, “বিস্ফোরণ ঘটেছে এতে কোনও সন্দেহ নেই।”
ডেনমার্কের জ্বালানি সংস্থার প্রধান ক্রিসটোফার বলেছেন, পাইপলাইনের লিক খুবই বড় এবং নর্ড স্ট্রিম-২ দিয়ে গ্যাস বেরোনো বন্ধ হতে সম্ভবত এক সপ্তাহ সময় লেগে যেতে পারে।
ডেনমার্কের প্রধানমন্ত্রী বলেছেন, “নাশকতার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, আমরা তিনটি লিকের কথা বলছি, যেগুলো একে অপর থেকে কিছুটা দূরে। তাই বিষয়টিকে কাকতালীয় বলে মেনে নেওয়া যাচ্ছে না।”