আগামী ১৭ অক্টোবর সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে এ নির্বাচনে প্রার্থীতা যাচাই বাছাই শেষে প্রার্থীগণ জোড়ে সোড়ে ও ব্যাপক ভাবে জনপ্রতিনিধিদের সাথে গণসংযোগ, মতবিনিময় সভা ও প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
জেলা পরিষদ নির্বাচনে ৪ নং পলাশবাড়ী ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী হিসাবে পলাশবাড়ী পৌর মেয়র এবং কাউন্সিলরগণের সহিত মতবিনিময় করেন সদস্য পদ প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী তরুণ সমাজসেবক তহিদুল আমিন মন্ডল সুমন।
আজ সোমবার দুপুরে পলাশবাড়ী পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র আব্দুস সোবাহান মন্ডল, প্যানেল মেয়র-২ আসাদুজ্জামান শেখ ফরিদ, প্যানেল মেয়র-৩ শাহিনুর বেগম, কাউন্সিলর মাসুদ করিম প্রধান, মঞ্জুরুল ইসলাম তালুকদার, মাহমুদুল হাসান, মতিয়ার রহমান, আজাদুল ইসলাম, লিটন মিয়া, রবিউল ইসলাস সুমন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিরিনা বেগম ও সাজেদা বেগম প্রমুখ।
সদস্য প্রার্থী তহিদুল আমিন মন্ডল সুমন এ মতবিমিনয় কালে পৌর মেয়র এবং কাউন্সিলরগণের নিকট দোয়া ও সমর্থন কামনা করেন। এসময় তহিদুল আমিন মন্ডল সুমনের বড়ভাই পলাশবাড়ী উপজেলার ২ নং হোসেনপুর ইউপি চেয়ারম্যান মো: তৌফিকুল আমিন মন্ডল টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, আমি সদস্য নির্বাচিত হলে অত্র ওয়ার্ডের আওতাভূক্ত সকল ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান সমূহের উন্নয়নমূলক কাজ ছাড়াও গরীব-দুঃখী ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করব ইনশাআল্লাহ।
উল্লেখ্য, পলাশবাড়ী উপজেলার কোমরপুর চৌমাথায় মেসার্স সুমন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মো: তহিদুল আমিন মন্ডল সুমন অত্র এলাকায় সুনামের সহিত ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। তিনি হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের আলহাজ্ব রুহুল আমিন মন্ডল (সাজু মাস্টারের) পুত্র। তাহার আপন বড়বোন মোছা: কোহিনুর আকতার বানু শিফন উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান।