সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গোৎসব উদ্যাপন উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে এক বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আ’লীগ সভাপতি সাবেক সভাপতি আবু বকর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, মোছা. আনোয়ারা বেগম, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান সুশীল চন্দ্র সরকার ও উপজেলা পুজা উদ্যাপন পরিষদ সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা ছাড়াও ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের পূজা মন্ডপের পক্ষে প্রতিনিধিরা।
বক্তারা, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব সার্বজনীন শ্মারদীয় দূর্গাপূজা
এ উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘেœ যাতে পূজা উদ্যাপন হয় এ জন্য যার যার অবস্থান থেকে সবার সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ ছাড়াও পূজা মন্ডপের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।