আরিফ সরকার সাগর, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ পলাশবাড়ী পৌর শহরের রাইগ্রামে বাড়ীর গেটের ছাদ (সানসাইড) ভেঙে নিচে পড়ে ৮ম শ্রেনী পড়ুয়া ছাত্রী মিতু (১৩) নিহত, গুরুতর আহত ২ জন। উক্ত ঘটনায় গুরুতর আহত হন মুনছুরের মেয়ে আমেনা (১৮) ও পুত্র জাকিরুল ( ১২) । ঘটনাটি ঘটে গত ২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর ১২ টায় ।
জানা যায়, নিহত মিতু স্থানীয় আদর্শ কিন্ডার গার্টেন স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। প্রতিদিনের মত স্কুল গিয়ে টিফিনের সময় বাড়ী এসে সামান্য বৃষ্টি হওযায় ওই সানসাইডের নিচে বসে হাসের মাংস পরিস্কার করছিলেন। হঠাৎ বিদ্যুৎ চমকালে ঢাকনাটি তাদের উপর পরে গুরুতর আহত হয়।স্থানীয়রা আহত অবস্থায় তাদের হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মিতুকে মুত্যু বলে ঘোষণা করেন। অহতদের পলাশবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় আমেনাকে রংপুর হাসপাতালে প্রেরণ করেন।