1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন
৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ফুলছড়ির কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত গাইবান্ধায় আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোবিন্দগঞ্জ সরকারি কলেজ সাদুল্লাপুরে শিক্ষকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী ডা. মইনুল হাসান সাদিকের মতবিনিমিয় পলাশবাড়ী উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ-এর ১৬তম বার্ষিক সাধারণ সভা গণপিটুনিতে রুপলাল হত্যাকাণ্ড: টাঙ্গাইল থেকে অন্যতম আসামী রুবেল পাইকার গ্রেপ্তার ঢাকা-৮ আসনে রিকশাচালক সুজনের প্রার্থীতা: নাগরিক অধিকারের ইতিবাচক উদাহরণ পলাশবাড়ীতে মৎস্যজীবি দলের উদ্যোগে বিএনপির নির্বাচনী আলোচনা সভা বরখাস্তের পরও চেয়ারম্যানের চেয়ারে সেই ফ্যাসিস্ট যুবলীগ নেতা জাহাঙ্গীর ! দামোদরপুর ইউপিতে ক্ষোভ-উত্তেজনা বাড়ছে সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন ৬নং ওয়ার্ড জাসাস-এর কার্যালয় উদ্বোধন গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল

নবাগত বিভাগীয় কমিশনারের সাথে গাইবান্ধায় সর্বস্তরের মানুষের মতবিনিময়

  • আপডেট হয়েছে : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৩২ বার পড়া হয়েছে

নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম রংপুর বিভাগে যোগদানের পর গাইবান্ধা জেলায় প্রথম আগমনে জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীরমুক্তিযোদ্ধা, সমাজসেবক, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও জেলার গণমাধ্যমকর্মীগণের সাথে মতবিনিময় সভা ও বৃক্ষ রোপন, আশ্রয়ণ প্রকল্পসহ বিভিন্ন চলমান কার্যক্রম পরিদর্শন করেছেন।

গাইবান্ধা জেলায় আগমনে নবাগত বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম কে ফুলেল শুভেচ্ছা জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি, বীরমুক্তিযোদ্ধাগণ, সমাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবাগত বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম।

জেলা প্রশাসক অলিউর রহমান এর সভাপতিত্বে সভায়
গাইবান্ধা আগমনে নবাগত বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম’কে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলাম।

প্রধান অতিথি ‘র বক্তব্যে নবাগত রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, সমন্বিত প্রচেষ্টা এবং বহু সেক্টরাল দৃষ্টিভঙ্গি দেশকে কাঙ্খিত উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। সকল মহলের মানুষ ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে না পারলে দেশকে কাঙ্খিত লক্ষ্যে নিয়ে যাওয়া সম্ভব নয়। সুশাসন নিশ্চিত করতে এবং জনগণের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার দেশে আরটিআই আইন-২০০৯ প্রণয়ন করেছেন। তিনি সরকারি দপ্তরের সংশ্লিষ্টদের সক্রিয় ভূমিকা পালনের মাধ্যমে ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পাশাপাশি দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। তিনি আরও বলেন, দেশপ্রেমিক চেতনা ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সকল মানুষ সেক্টরভিত্তিক কাজ করলে ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত হবে। সরকারকে মুক্তিযুদ্ধ বান্ধব আখ্যায়িত করে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে নিজ নিজ ক্ষেত্রে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

সভায় উন্মুক্ত আলোচনা করেন স্থানীয় গণমাধ্যমকর্মী সহ সকল বিভাগের উপস্থিত লোকজন তারা জেলার সমস্যা ও সম্ভাবনার গল্প তুলে ধরেন। এসময় বিভাগীয় কমিশনার ধৈর্য ধরে সকলের কথা গুলো শোনেন এবং জনগণের স্বার্থ বিবেচনা করে বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন।

সভায় জেলা প্রশাসক অলিউর রহমান তার বক্তব্যে জেলা’কে কাঙ্খিত গন্তব্যে পৌঁছাতে সক্রিয় ভূমিকা পালন করতে পারে এমন বিভিন্ন স্তরের ব্যক্তিদের সমন্বয়ে একটি সাধারণ প্ল্যাট ফর্ম গঠনের প্রয়োজনীয়তার উপর জোর দেন।

সভার শুরুতে জেলার গুরুত্বপূর্ণ স্থান, বিখ্যাত স্থাপনা প্রদর্শনের পাশাপাশি বঙ্গবন্ধুর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন। এর আগে নবাগত বিভাগীয় কমিশনার হিসেবে গাইবান্ধা আগমনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি গাছের চারা রোপণ করেন।

এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমানসহ অন্যান্য পৌর মেয়র ও কাউন্সিলরগণ, উপজেলা পরিষদ চেয়ারম্যানগণ, ইউপি চেয়ারম্যানগসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft