গাইবান্ধা প্রতিনিধি: জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার গাইবান্ধা সার্কিট হাউজে মিলনায়তনে প্রতিদ্বন্দী প্রার্থীগণের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। জেলা প্রশাসক মো: অলিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম,নির্বাচন কমিশনের রংপুর বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন, রাজশাহী বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম,জেলা নির্বাচন কর্মকর্তা মো: আব্দুল মোতালেব এবং গাইবান্ধা ৫ শূন্য আসনের প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আ.লীগের প্রার্থী মাহমুদ হাসান রিপন, জাতীয় পার্টির প্রার্থী গোলাম শহীদ রঞ্জু, বাংলাদেশ বিকল্প ধারার প্রার্থী মো: জাহাঙ্গীর আলম,স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ ও স্বতন্ত্র প্রাথী মো: মাহবুবুর রহমান ।
এছাড়া জেলা পরিষদের প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিক (আওয়ামীলীগ), আতাউর রহমান আতা (জাতীয় পার্টি) ও মো: শরীফুল আলম (স্বতন্ত্র) ও অন্যান্য কর্মকর্তাগণ। জাতীয় সংসদের ৩৩ গাইবান্ধা-৫ শূন্য আসনে নির্বাচন এবং জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে আজ বুধবার গাইবান্ধা সার্কিট হাউজে মিলনায়তনে প্রতিদ্বন্দী প্রার্থী গণের সাথে একমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা পরিষদের প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আবু বকর সিদ্দিক (আওয়ামীলীগ), আতাউর রহমান আতা (জাতীয় পার্টি) ও মো: শরীফুল আলম (স্বতন্ত্র) ও অন্যান্য কর্মকর্তাগণ ।