গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত মোংলা শেখের ছেলে মুদি ব্যবসায়ী বদিউজ্জামান বদির রহস্য জনক মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কাটবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের মৃত মোংলা শেখের ছেলে মনোহারী ব্যবসায়ী বদিউজ্জামান বদির সাথে হাকিমপুর (হিলির) বাসিন্দা এক মেয়ের বিয়ে হয়। এরপর চলে ঘরসংসার।গত ১বছর পূর্বে বদিউজ্জামান তার বউ এর কথা মত জনৈক এক ব্যক্তিকে ২লাখ টাকা ধার দেয়। সেই টাকা দেয়ার সুবাদে সেই ব্যক্তির সাথে তার বউএর সম্পর্ক গড়ে উঠে, শুরু হয় পরকিয়া। বিষয়টি জানাজানি হলে গত মাসখানেক পূর্বে বদিউজ্জামানের সাথে তার বউ এর বিবাহ বিচ্ছেদ হয়।
এরপর থেকেই বদিউজ্জামান পাওনা টাকা চাইতে থাকে এরি এক পর্যায়ে আজ বৃহস্পতিবার সকালে তার বিচ্ছেদ হওয়া বউ জনৈক লোককে সঙ্গে নিয়ে পাওনা টাকা পরিষদ করার কথা বলে সু-কৌশলে ডেকে নিয়ে খাবরের সাথে গ্যাসট্যাবলেট(ইদুর নিধন বিষ) খাইয়ে দিলে বিষক্রিয়ায় বমন শুরু হয়। এরপর সে বেশী অসুস্থ হলে স্থানীয়রা, চিকিৎসকের কাছে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষনা করে। অভিযোগ পেয়ে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জীর নেতৃত্বে এস,আই জিয়াউর রহমান,এস,আই সেকেন্দার আলী সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থল তদন্ত করে ঘটনার সাথে সম্পৃক্ততা থাকার অভিযোগে হবিবর রহমান হবি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মিলন চ্যাটার্জীর জানান, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় জড়িত থাকার অভিযোগে হবিবর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার ও ঘটনাটির মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এবং নিহত বদিউজ্জামানের লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় দৃষ্টান্ত মুলক বিচার দাবী করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।