গোবিন্দগঞ্জে এস.এস.সি ও দাখিল পরীক্ষায় নকল পাওয়ায় পাঁচ শিক্ষার্থী বহিষ্কার
আপডেট হয়েছে :
রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
২৫
বার পড়া হয়েছে
গোবিন্দগঞ্জে পরীক্ষা চলকালিন শিক্ষার্থীদের কাছে নকল পাওয়ায় ৫ শিক্ষার্থী বহিষ্কার।
চলমান এস.এস.সি ও দাখিল পরীক্ষায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মহিমাগঞ্জ আলীয়া কামিল মাদ্রাসায় ২ জন শিক্ষার্থীর কাছে মোবাইল, ১জনের কাছে নকল এবং মহিমাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২জন শিক্ষার্থীর কাছে নকল পাওয়ায় কেন্দ্র সচিবের মাধ্যমে মোট ৫ জন শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এম আব্দুল্লাহ বিন শফিক।
একই সাথে দায়িত্বরত কক্ষ পরিদর্শককে দায়িত্বে অবেহলার অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে পরীক্ষা পরিচালনা ও অসুদপায় অবলম্বন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।