গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পাঁচপীর-চিলমারী তিস্তা ব্রিজ নামক এলাকা থেকে মঙ্গলবার দুপুরে অজ্ঞাত (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে স্থানীয় লোকজন তিস্তা ব্রিজ নামক এলাকায় ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের নাম পরিচয় পাওয়া যায়নি। এদিকে স্থানীয়দের ধারণা করছেন পঞ্চগড়ের বোদার নৌকাডুবির ঘটনায় ওই লাশটি ভেসে আসতে পারে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হক লাশ উদ্ধারের এ তথ্য নিশ্চত করেছেন।