স্টাফ রিপোর্টার – আশরাফুল ইসলাম
জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া কমানো, বিদ্যুৎ-গ্যাসের দাম বাড়ানোর পাঁয়তারা বন্ধের দাবিতে এবং সরকারের গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ২৫ আগস্ট বৃহস্পতিবার দেশব্যাপী অর্ধদিবস হরতালের সফল করতে গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা ও লিফলেট বিতরণ করেছে বাম গনতান্ত্রিক জোট।
২৩ আগস্ট মঙ্গলবার বিকেলে পলাশবাড়ী চৌমাথা মোড়ে কমিউনিস্ট পার্টির প্রবীন নেতা একরাম হোসেন বাদলের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল গাইবান্ধা জেলা কমিটির আহবায়ক গোলাম রব্বানী,জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল,বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) জেলা শাখার সদস্য নিলুফা ইয়াসমিন শিল্পী, পলাশবাড়ী উপজেলা কমিউনিস্ট পার্টির সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন,কমিউনিস্ট পার্টির নেতা সাজু, উপজেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি রমজান আলীসহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সরকার যখন তখন
জ্বালানি তেল, ইউরিয়া সার, খাদ্যপণ্যসহ নিত্যপণ্যের দাম ও পরিবহনের ভাড়া বাড়াচ্ছে,এতে করে গরীব,অসহায়,শ্রমজীবী, সাধারন মানুষ দিশেহারা হয়ে পড়ছে। সরকারের গণবিরোধী এমন সিদ্ধান্তের প্রতিবাদে আগামী ২৫ আগস্ট অর্ধদিবস সকাল ৬-১২ পর্যন্ত হরতাল সফল করতে আহবান জানান নেতৃবৃন্দ।
পথসভাটি পরিচালনা করেন কমিউনিস্ট পার্টির পলাশবাড়ী উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আদিল নান্নু।