
বৈরী আবহাওয়ার কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে সেন্ট মার্টিন দ্বীপের সমুদ্রসৈকত উত্তাল রয়েছে। অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপের দুই কিলোমিটার সৈকত। বিলীন হয়েছে প্রায় অর্ধশত নারকেলগাছ ও পাঁচটি বসতি। জলোচ্ছ্বাস ঠেকানোর বেড়িবাঁধ না থাকায় বিলীনের ঝুঁকিতে পড়েছে শতাধিক হোটেল-রেস্তোরাঁ, বসতবাড়িসহ নানা স্থাপনা।
সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, টানা ১০ দিন ধরে জোয়ারের তাণ্ডব চলছে। এতে দ্বীপের পূর্ব-উত্তর, উত্তর-পশ্চিম ও মধ্যভাগের গলাচিপা ও দক্ষিণ পাড়ায় অন্তত দুই কিলোমিটার সৈকতের বালিয়াড়ি ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে। উপড়ে পড়েছে ৪০টির বেশি নারকেলগাছ। ঝোড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক ঘরবাড়ি। বালুভর্তি বস্তা ফেলে সাগর-তীরবর্তী হোটেল-রিসোর্ট রক্ষার চেষ্টা চালাচ্ছেন কেউ কেউ। কিন্তু তাতে ভাঙন রোধ সম্ভব হচ্ছে না। সৈকতে সিসি ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মিত না হলে ৫০-৬০টি হোটেল রিসোর্ট, ৫০টি রেস্তোরাঁ, প্রায় ৪০০টি বসতবাড়ি, ৩০-৪০টি দোকানপাটসহ নানা স্থাপনা বিলীন হতে পারে। সরেজমিনে অনুসন্ধান করে এসব তথ্য সংগ্রহ করেছে ইউনিয়ন পরিষদ।