
দলের নেতা-কর্মীদের ওপর হামলা, মামলা ও সন্ত্রাসের অভিযোগ এনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই সরকারের কথা ও কাজে কোনো মিল নেই। বিএনপির চলমান আন্দোলনে বাধা দেওয়ার মধ্য দিয়ে তা আবারও প্রমাণিত হয়েছে। আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকতে এমন কিছু নেই যা করছে না। গুমের মধ্য দিয়ে সারা দেশে একটা ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এরা কথা বলে এক রকম, কাজ করে অন্য রকম।
কিছুদিন আগে প্রধানমন্ত্রী এক বক্তব্যে বলেছিলেন, এখন থেকে সবাইকে সভা, সমাবেশ ও মিছিল করতে দিতে হবে। কিন্তু তাঁর বলা কথার বাস্তবতা নেই উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘কিছুদিন আগে প্রধানমন্ত্রী বললেন যে, এখন থেকে সবাইকে সভা-সমাবেশ করতে দেওয়া হবে। তার পরই আমরা দেখলাম ভোলায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও লোডশেডিংয়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের দুজন তরুণ নেতাকে গুলি করে হত্যা করা হলো। আমরা যখন কর্মসূচি পালন শুরু করেছি, ২২ আগস্টের কর্মসূচি, তখন আওয়ামী লীগের নেতারা বলেছেন যে, এখানে কোনো বাধা দেওয়া হবে না। অথচ আমরা কী দেখলাম? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বললেন যে, খেলা হবে।’ এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সঙ্গে যৌথ সভায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর জন্য কর্মসূচি ঘোষণা করেন তিনি। এদিন একটি বিশেষ ক্রোড়পত্র প্রকাশসহ আগামী ২ সেপ্টেম্বর বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইভাবে দেশব্যাপী জেলা ও মহানগরসহ সব ইউনিটে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি গ্রহণ করা হবে।স্থানীয় সুবিধা অনুযায়ী আলোচনা সভা, শোভাযাত্রা ইত্যাদি কর্মসূচি পালনে উদ্যোগ নিতেও নির্দেশ দেন রিজভী। এ ছাড়া ৩০ আগস্ট গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে ওই দিন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।