
পার্বতীপুরে বড়পুকুরিয়া খনিতে তিন শিফটে কয়লা উৎপাদন শুরু হয়েছে। গতকাল রবিবার উৎপাদন হয়েছে ২ হাজার ৭শত মেট্রিক টন কয়লা। শনিবার থেকে তিন শিফট চালু করে পুরোদমে কয়লা উৎপাদন হচ্ছে। গতকাল উৎপাদন হয়েছে ২ হাজার ৭শ ৩১.২১১ মে.টন কয়লা। ১৩০৬ নম্বর ফেইস থেকে প্রতিদিন তিন হাজার থেকে সাড়ে তিন হাজার মেট্রিক টন কয়লা উত্তোলন করা সম্ভব।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ সাইফুল ইসলাম জানান- খনি ভূ-গর্ভে ১৩০৬ নম্বর কোল ফেইসে থেকে গত ২৭ জুলাই কয়লা উৎপাদন শুরু হয়। কিন্তু স্থানীয় ও চাইনিজ খনি শ্রমিকদের মাঝে ব্যাপকভাবে করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়ায় ২৯ জুলাই সাময়িকভাবে উৎপাদন বন্ধ করে দিয়ে স্থানীয় প্রায় সাড়ে তিনশ খনি শ্রমিককে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে ৬ আগস্ট থেকে স্বল্প সংখ্যক স্থানীয় ও চাইনিজ শ্রমিক দিয়ে সীমিত পরিসরে এক শিফটে কয়লা উৎপাদন শুরু করা হয়।