
গাইবান্ধার পলাশবাড়ীর হনিাবাড়ী দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিদ্যালয় চলাকালীন সময়ে বহিরাগত বখাটেদের দ্বারা নির্যাতনের শিকারের ঘটনা ঘটেছে।
সোমবার (২২ আগস্ট) দুপুরে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের হরিনাবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ ঘটনায় ক্লাস বর্জনসহ বখাটেদের শাস্তি দাবী জানান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার হরিনাবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বিদ্যালয় চলাকালীন সময়ে বহিরাগত বখাটেরা বিভিন্ন সময় আড্ডা দিয়ে থাকে। বখাটেদের আড্ডা দেয়াকে কেন্দ্র করে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তর্ক-বির্তকের সৃষ্টি হয়। পরে ওইসব বখাটে যুবকরা দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ ঘটনায় ওই বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী হিমেল ও মারুফসহ প্রায় ৫জন হয়।
এ বিষয়ে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জরুহুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওইসব বখাটে যুবকদের নামে একটি অভিযোগ থানায় দাখিল করবেন বলে জানান।
এ ব্যাপারে পলাশবাড়ী থানার হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রায়হান আলী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্তনা দিয়ে বলেন ওইসব বখাটেদের বিরুদ্ধে অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করেন।