
গাইবান্ধার পলাশবাড়ীর ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের হিসাবরক্ষক, বীরমুক্তিযোদ্ধার সন্তান এবং উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আলহাজ্ব আবুল কালাম আজাদ খোকন (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি উপজেলার পবনাপুর ইউনিয়নের পারবামুনিয়া গ্রামের বাসিন্দা মুক্তিযুদ্ধ চলাকালীন নিখোঁজ শহীদ বীরমুক্তিযোদ্ধা আবুল কাশেম-এর একমাত্র ছেলে। খোকন আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৯ আগস্ট) দুপুর পোনে ১টায় ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে, সহকর্মী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ১০টায় ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের মাঠে বিপুল সংখ্যক মুসুল্লীর উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
তাঁর মৃত্যুতে গাইবান্ধা-৩ আসনের এমপি অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি, উপজেলা পরিষদ চেয়ারম্যন আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাহেনুর ফজিলাতুননেছা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষে সাবেক কমান্ড বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ফকিরহাট শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের শিক্ষক-কর্মচারী, আওয়ামী লীগ ছাড়াও স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি পৃথক বিবৃতিতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।