
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউপি’র বরিশাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাকুর রহমান ডলার।
সোমবার (২৯ আগস্ট) দুপুরে অত্র বিদ্যালয়ের হলরুমে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের নিমিত্তে বিদ্যালয়ের দাতা সদস্য, প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য ও অভিভাবক সদস্যদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। শেষে কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় অভিভাবক সদস্য এনামুল হক সরকারের প্রস্তাবে ও হাবিবুর রহমানের সমর্থনে মো. মোস্তাকুর রহমান ডলারকে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত করা হয়। এসময় নির্বাচনের প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, নবনির্বাচিত সভাপতি মো. মোস্তাকুর রহমান ডলার, প্রধান শিক্ষক এটিএম জিল্লুর রহমান, অভিভাবক ও ইউপি সদস্য রবিউল ইসলাম রবি, অভিভাবক সদস্য নুরুন্নবী মিয়া, সংরক্ষিত মহিলা অভিভাব সদস্য মনোয়ারা বেগম, শিক্ষক প্রতিনিধি মো. আবু ফরহাদ মন্ডল, প্রদীপ কুমার ও মাহফুজা বেগমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।