পলাশবাড়ীতে মোটর সাইকেল চুরির অপরাধে শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে পলাশবাড়ী থানার পুলিশ।
জানা যায়, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের সুলতানপুর বাড়াইপাড়া গ্রামের খাদেম আলীর বিদেশ ফেরত ছেলে শফিকুল ইসলাম দেশে ফেরার পর থেকেই বিভিন্ন অপরাধসহ জুয়ার নেশায় আশক্ত হয়ে পরে। গত ১৩ জুলাই-২০২২ তারিখে মোটর সাইকেল চুরির অপরাধে শফিকুল ইসলাম-কে আসামী করে পলাশবাড়ী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়, যার মামলা নং- ১৫/২০২২। কিন্তু এতোদিন আসামী শফিকুল ইসলাম পলাতক ছিল।
১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ী থানার এস.আই মমিনুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স মোটর সাইকেল চুরি মামলার আসামী শফিকুল ইসলাম-কে আরোও একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন।
এস.আই মমিনুল ইসলাম জানান, উদ্ধারকৃত মোটর সাইকেলটির কাগজপত্র আসামী শফিকুল দেখাতে পারেনি। তাই মোটর সাইকেলটির প্রকৃত মালিকের খোঁজ-খবর নেয়া হচ্ছে। প্রকৃত মালিকের খোঁজ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।