গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের দু’ধার ছাড়াও এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান চত্ত্বর সমূহে গাছে অধিক ফলন ও সুস্বাদু জাতের হাইব্রিড আম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গ্রাফটিং এবং মাছের অভয়াশ্রমে আরসিসি পাইপ স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের সংসদ সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. উম্মে কুলসুম স্মৃতি।
জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা সদর ও পলাশবাড়ী-সাদুল্লাপুর উপজেলা এলাকার স্বতঃস্ফুর্ত আগ্রহী কৃষি উদ্যোক্তার সমন্বয়ে ১২ আগস্ট শুক্রবার পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের দু’ধার ছাড়াও এলাকার শিক্ষা প্রতিষ্ঠান চত্ত্বর সমূহে গাছে ফলন বৃদ্ধিসহ সুস্বাদু জাতের আম উৎপাদনে আধুনিক প্রযুক্তি ও গ্রাফটিং পদ্ধতি কার্যক্রমের আওতায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
যেসব গাছে কোন না কোন কারনে ধরেনা কিংবা নিম্নমানের আম ধরে সেসব গাছে টপওয়ার্কিয়ের মাধ্যমে হাইব্রিড করণ এবং সুস্বাদু জাতের আম উৎপাদন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর তিনি সাদুল্লাপুর এলাকার তালুক হরিদাস গ্রামের শামীম মিয়ার মাছের হ্যাচারি পরিদর্শন করেন এমপি স্মৃ এসময় উপজেলার ঢোলভাঙ্গা ও মাঠেরহাট এলাকা পরিদর্শনসহ স্থানীয় নলেয়া নদীতে মাছের অভয়াশ্রমে আরসিসি পাইপ স্থাপন করেন। এসময় জেলা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক মো. ফয়সাল আজম, পলাশবাড়ী উদ্যোক্তাদের সমন্বয়কারি মো. খাজা মিয়া, ঢোলভাঙ্গা পরিবেশ উন্নয়ন সংস্থা’র মো. চঞ্চল তালুকদার, সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় এমপি স্মৃতি বলেন, কৃষিক্ষেত্রে ব্যাপক গবেষনার মাধ্যমে অধিক উৎপাদনশীল বিভিন্ন উন্নত জাতের ধান উৎপাদন বাড়ানো হয়েছে। ঠিক তেমনি ফল উৎপাদনের ক্ষেত্রে গ্রাফটিং পদ্ধতি গ্রহণ করা হয়েছে। একটি গাছ থেকে আরেকটি নতুন গাছের জন্ম দেয়া সম্ভব হচ্ছে। এমন পদ্ধতি এবং আধুনিক প্রযুক্তিতে উন্নতমানের মাতৃগাছের গুণাগুণ প্রয়োগে পরিত্যক্ত গাছে সুস্বাদু আমের অধিক পরিমান ফলন বাড়ায়। এজন্য গাছে গ্রাফটিং পদ্ধতির দিকে বিশেষ নজর দেয়ায় ইতোমধ্যেই বেশ ভালো ফল পাওয়া গেছে। কর্মসূচির আওতায় গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের উভয়পার্শ্বে ১৮ কি.মি. ছাড়াও সাদুল্লাপুর এবং পলাশবাড়ীর বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান চত্ত্বর সমূহে আম গাছে ধারাবাহিকভাবে গ্রাফটিং পদ্ধতি সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।