গাইবান্ধার পলাশবাড়ীতে উন্মুক্ত মঞ্চের নির্মাণ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৪ আগস্ট) দুপুরে স্থানীয় পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উন্মুক্ত মঞ্চের নির্মাণ ঢালাই কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন, নবাগত সহকারি কমিশনার (ভূমি) এস.এম ফয়েজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন ও পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র সরকার উপস্থিত ছিলেন। এডিপির অর্থায়নে ২০২১-২২ অর্থবছরে উন্মুক্ত মঞ্চটির নির্মাণ কাজে সাড়ে ৯ লাখ ব্যয়ে হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ-এর কাছে সাংস্কৃতিকর্মীদের দাবী পৌরশহরে একটি উন্মুক্ত মঞ্চ নির্মাণ করা হোক। দীর্ঘদিন হলেও সংস্কৃতিকর্মীদের সেই দাবীর প্রেক্ষিতে উন্মুক্ত মঞ্চ নির্মাণ উদ্যোগ নেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। উন্মুক্ত মঞ্চটি নির্মিত হলে অত্রালাকার সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠান সমূহ ছাড়াও নাটক, গান এবং নৃত্যান্ষ্ঠুান মঞ্চায়ন করা যাবে।