গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
সোমবার (১৫ আগস্টা) কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে-সাথে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং সকাল সাড়ে ৯টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাস্কর্যে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পমাল্য অর্পণ। দুপুরে শোক র্যালী শেষে স্থানীয় সাব-রেজিষ্ট্রার অফিস চত্ত্বরে আলোচনা সভা ও দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বকর প্রধান, সাবেক সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি অধ্যক্ষ ছাইফুলার রহমান তোতা চৌধুরী, কেন্দ্রীয় উপ-কমিটির ধর্মবিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মেজর (অব.) মফিজুল হক সরকার, উপজেলা আ’লীগ সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা, মহদীপুর ইউপি আ’লীগ সভাপতি খন্দকার জান্নাতুন নবী রিপন, বেতকাপা ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক শামছুল আলম লিটু, হোসেনপুর ইউপি আ’লীগ সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবলু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক শাহ জালাল মন্ডল, উপজেলা সাবেক শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, উপজেলা তাঁতীলীগ সভাপতি আখতারুজ্জামান টিটু ও উপজেলা মৎস্যজীবিলীগ সভাপতি মনিরুজ্জামান রাসেল প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মোস্তাফিজুর রহমান রাজা। শেষে উপস্থিতদের মাঝে তবারক বিতরণ করা হয়।