গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহতসহ আহত হয়েছেন আরো দুইজন। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা লাল মনিরহাটগামী শাহজালাল-শাহপরান এক্সপ্রেস শনিবার সকাল আনুমানিক ৭টার দিকে গোবিন্দগঞ্জ থানাধীন বগুড়া- রংপুর মহাসড়কের বোয়ালিয়া মোড়ে পৌঁছলে একটি ভ্যানরিকশাকে চাপা দেয়। ফলে ভ্যান চালক গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের বাতেনমন্ডলের ছেলে শাহজাহানআলী (৫২) ও ভ্যানযাত্রী একই উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের নয়াপাড়া কৃষ্ণপুর গ্রামের এনামুল শেখের ছেলে ফরিদ শেখ (২১) ঘটনাস্থলেই মারা যান। ভ্যানের অপর দুই যাত্রী উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সোহাগী গ্রামের মোজাম্মেলের ছেলে এজাদুল (৩৬) ও একই ইউনিয়নের মালাধর গ্রামের ইয়াছিন আলীর ছেলে হামিদুল (৩৬) গুরুতর আহত হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গোবিন্দগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ কোচটি আটক করলেও ড্রাইভাররা হেলপারকে আটক করতে পারেনি।