সারাদেশে লোডশেড়িং ও জালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে ভোলায় প্রতিবাদ সমাবেশে পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের সদস্যকে হত্যার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে জেলা যুবদল এ কর্মসুচির আয়োজন করে। সকাল ১১ টার দিকে যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা শহরের সারকুলার রোড়ে অবস্থিত জেলা কার্যালয়ের সামনে সমবেত হন।
পরে দুপুর ১ টার দিকে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমবেত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি রাগিব হাছান।
বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক আমিনুল, বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুর জামান খান, শহর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, জেলা জেলা যুবদলের সহ সভাপতি মোশফেকুর রহমান রিপন,জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আবু বক্কর ও সাধারণ সম্পাদক শাহশালাল সরকার ,সাঘাটা যুবদলের সভাপতি আহম্মেদ কবির, পলাশবাড়ী পৌর যুবদলের আহবায়ক আব্দুর লতিফ, সুন্দরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আব্দুর রহমান ,জেলা মহিলা দলের সভানেত্রি ফরিদা ইয়াছমিন ও সাধারন সম্পাদক মৌসুমি তমা, জেলা ছাত্রদলের সভাপতি জাকারিয়া ও সাধারন সম্পাদক তারেক সহ প্রমুখ।