
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শুক্রবার সন্ধায় স্থানীয় স্কুলের বাজারে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। কর্মীসভার উদ্বোধন করেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সোয়েব হক্কানীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু বকর সিদ্দিক স্বপন ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক শাহজালাল সরকার খোকন।
সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ রনির সঞ্চালনায় কর্মীসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাহমুদুল হক মামুন, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক সৈয়দ হাসান রাসেল, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শহিদ হাসান, রেজাউল করিম রেজা, কুপতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক হাসনাইন আল আরাফাত, খান বাবু, রুহুল আমিন তমাল প্রমুখ।