
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল সোমবার গাইবান্ধা গণস্বাস্থ্য কেন্দ্র এবং ভাটিকাপাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় যৌথভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল ছাত্রছাত্রীদের কালো ব্যাজ পরানো, শোক র্যালি, আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল।
গাইবান্ধা গণস্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক পরিচালক কাওসার আলী রেজার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ডাঃ সৌরভ খান, আঞ্চলিক ব্যাবস্থাপক মোঃ মোশারফ হোসেন, হিসাব সহকারী আমিনা খাতুন, স্বাস্থ্য কর্মী মনিরা খাতুন, নাসিরুল হক, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম প্রমুখ। কর্মসূচিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, ছাত্রছাত্রী, এলাকার গণ্যমান্যব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও শোক দিবসের কর্মসূচীর অংশ হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ধারণ, মাস্ক বিতরণ, তবারক বিতরণ, পুরস্কার বিতরণী এবং সকলকে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দেয়া হয়।