
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পর্যায়ে সন্ত্রাস-জঙ্গীবাদ প্রতিরোধে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভা এবং ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের এক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে গাইবান্ধা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ মতবিনিময় সভা ও ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. আব্দুল লতিফ প্রধান। উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধার ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. মিরাজুল ইসলাম, গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. বুলবুল হোসেন, জাতীয় ইমাম সমিতি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ হোসাইন, সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের এফএস আনোয়ারুল ইসলাম প্রমূখ। সভায় ৮০ জন আলেম-ওলামা, ইমাম ও মুয়াজ্জিন অংশ নেয়।