
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরিফুল ইসলাম।
এসময় ছিলেন সদর উপজেলা শিক্ষা অফিসার মো. জাকিরুল হাসান, সহকারি শিক্ষা অফিসার মোছা. গোলেনুর বেগম, মো. মাসুমুল হক, শাহনাজ বেগম, এসরাত জাহান নিতু, কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সহকারি শিক্ষক মশিউর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল লতিফ, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বালিকা (বঙ্গমাতা) গ্রুপে- কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে কলেজিয়েট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এছাড়া বালক গ্রুপে লেঙ্গাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে তুলসীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা পরিচালনা করেন সহকারি শিক্ষক জাহেদুল ইসলাম, জাহিদ কামাল অলি, গোলাম মওলা। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দু’দলের হাতে গোল্ড কাপ তুলে দেন।