
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বন্দরের যানজট সমস্যার স্থায়ী সমাধান ও বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার দুপুরে দারিয়াপুর চারমাথায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কমিউনিস্ট পার্টি, দারিয়াপুর অঞ্চল কমিটির উদ্যোগে অঞ্চল সিপিবি’র সভাপতি জাহাঙ্গীর আলম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সিপিবি’র সহকারি সাধারণ সম্পাদক কমরেড মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, ক্ষেতমজুর সমিতির জেলা সাধারণ সম্পাদক ময়নুল কবীর মন্ডল, এমদাদুল হক মিলন প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন থেকে দারিয়াপুর তথা গাইবান্ধার উত্তর এলাকার মানুষ দারিয়াপুর বন্দরের যানজটে ভোগান্তির শিকার হচ্ছে। কিন্তু দীর্ঘদিন ধরে এমন অবস্থা চললেও কর্তৃপক্ষ কোন গুরুত্বই দিচ্ছে না। প্রতিনিয়ত যানজটের কারণে সাধারণ মানুষ, শিক্ষার্থীসহ সকলে চরম দুর্ভোগ পোহাচ্ছে। এমনকি রোগী বহনকারী যানবাহনও ঘন্টার পর ঘন্টা যানজটে আটকে থাকছে। তারা অবিলম্বে দারিয়াপুর বন্দরের যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। সেইসাথে পল্লী বিদ্যুতের সীমাহীন লোডশেডিং বন্ধ করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহেরও দাবি জানান।