
গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের বিশিষ্ট ঠিকাদার, চশমা ও ভাটা ব্যবসায়ী মোহাম্মদ মিঠু সরকার (৫৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামের মরহুম আঃ ছাত্তার সরকারের ছেলে মিঠু সরকার। তিনি বিভিন্ন জটিল রোগে অসুস্থতায় ভুগছিলেন। গত শুক্রবার (২৯ জুলাই) মধ্যরাতে পৌরশহরের নুনিয়াগাড়ী গ্রামের নিজবাসায় তিনি শেষ নিঃম্বাস ত্যাগ করেন।
শনিবার (৩০ জুলাই) সকালে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে এলাকার ধর্মপ্রাণ মুসুল্লিদের অংশগ্রহণে নামাজে জানাজা শেষে উপজেলার হোসেনপুর ইউনিয়নের শিশুদহ নামক স্থানে ইটভাটার জায়গায় তাঁর দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, ভাই-বোন, বন্ধু-বান্ধব, সহকর্মী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে পৌর এলাকার ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।