বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, র্যালী ও কেক কর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
২৭ জুলাই বুধবার সকাল ৮টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং সকাল ১০টায় র্যালী শেষে পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়।
পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাজাহান শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল লতিফ প্রধান বক্তব্য রাখেন।
এ সময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আশরাফুল ইসলাম তিতাশ, জেলা তাঁতীলীগ নেতা শেখ তোতা, স্বেচ্ছাসেবকলীগ নেতা অলোক রায়, মালিক সরকার মানিক, লিমনসহ উপজেলা, পৌর, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালন করে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক লিমন ও শাহজালাল মন্ডল জালাল।