
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার ঐতিহ্যবাহী শিশু-কিশোর প্রতিষ্ঠান ‘সাতভাই চম্পা’ নিজস্ব কার্যালয় (স্বাধীনতা প্রাঙ্গণ) গত সোমবার এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের উপস্থিত কর্মকর্তাদের সম্মতিতে পুরাতন এডহক কমিটি ভেঙ্গে দিয়ে সামিউল ইসলাম পিপলুকে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট নতুন এডহক কমিটি গঠন করা হয়।
সংগঠনের সভাপতি মশিয়ার রহমান খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সামিউল ইসলাম পিপলু, সাইফুল আলম দুলু, আশরাফুল আলম নয়ন প্রমুখ।
নতুন এডহক কমিটির কর্মকর্তারা হচ্ছেন আহবায়ক সামিউল ইসলাম পিপলু, সদস্য মশিয়ার রহমান খান, সাইফুল আলম দুলু, আশরাফুল আলম নয়ন, সৈয়দ আজহারুল হক লালু, বাবলু বিশ্বাস, অমিতাভ দাশ হিমুন, সঞ্জীবন সরকার ও মুক্তি প্রসাদ।
এখন থেকে নতুন এডহক কমিটি এই সংগঠনের কার্যক্রম শুরু করবে। এছাড়া শিশু-কিশোরদের নিয়ে শরীর চর্চা, সংগীত প্রশিক্ষণ, ছবি আঁকা ও খেলাধুলা প্রভৃতি বিষয়ে কার্যক্রম শুরু করবে। এই কমিটি কর্ম দক্ষতা বিবেচনা পূর্বক নতুন এডহক কমিটিতে নতুন সদস্য গ্রহণ করবে।