
গাইবান্ধা জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা বৃহস্পতিবার (১৪ জুলাই) কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু খায়ের, সাঘাটা উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুদুর রহমান মাসুদ, সিভিল সার্জন অফিসের ডা. মো. বদিউল পারভেজ প্রামানিক, পৌর প্যানেল মেয়র শহীদ আহম্মেদ, প্রেস ক্লাব সভাপতি একেএম রেজাউল হক প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত বুধবার গাইবান্ধা জেলা সদর হাসপাতালের সামনে ‘ঢাকা ডায়াগনস্টিক সেন্টার’ এ ভুল চিকিৎসার কারণে ওমর উদ্দিন (৬৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে ওই ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়েছে। কিন্তু ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে একটি সেবা প্রাপ্তির জায়গা আর সেখানে কিভাবে চিকিৎসার নামে স্যালাইন এবং ইনজেকশন দেওয়া হলো তা খতিয়ে দেখতে হবে এবং আইনগত ব্যবস্থা নিতে হবে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া নীতিমালা অমান্য করে যারা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করছে। তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া সভায় আরও বলা হয়, গাইবান্ধা হাসপাতাল সড়কে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস, চাঁদাবাজি বন্ধ, চুরি, ছিনতাই প্রতিরোধ, ধর্ষন, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানী, ইভটিজিং বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা সহ ভোক্তা আইন বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।