
গাইবান্ধা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যাগে বুধবার আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. রেজাউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্কেল অ্যাডজুট্যান্ট রুস্তম আলী, উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা সাহেনা খাতুন ও সদর উপজেলা প্রশিক্ষণ কর্মকর্তা সেলিনা পারভেজ প্রমুখ।
জেলা কমান্ড্যান্ট বলেন, আনসার ও প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় তৃণমূল পর্যায়ে ব্যাটালিয়ান আনসার ও অঙ্গীভূত আানসারদের প্রত্যেককে ফলজ, বনজ ও ঔষধি গাছ ১টি করে লাগাবে। আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের উন্মুক্ত জায়গায় ১৫০টি গাছ রোপনের কর্মসূচি নেয়া হয়েছে।