গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২০২২ উপলক্ষে উজ্জীবিত গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। সম্মেলন স্থান গোবিন্দগঞ্জ সরকারি কলেজকে ঘিরে রঙ-বেরঙের পোস্টার আর ফেস্টুনে উৎসবের আমেজ তৈরি হয়েছে। সম্মেলনকে সফল-সার্থক করতে প্রতিদিনই মহাসড়কে একাধিক দীর্ঘ শোডাউন ও মিছিল চলছে।আসছে ১৮ জুন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে সাজ সাজ রব পড়ে গেছে। কলেজ মাঠে মূল মঞ্চ তৈরির উপকরণগুলো শক্ত বাঁধনে দাঁড়িয়ে গেছে। শুধু বাকি রঙ-বেরঙের কাপড়ে নজরকাড়া অবয়ব ধারণ। এরই মাঝে পৌরশহর থেকে কলেজে যাওয়ার সড়কটির দু’পাশ এখন ব্যানার ফেস্টুনের দখলে। সেখানে স্থান পেয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর ছবির সাথে আগত কেন্দ্রীয় ও জেলা নেতাদের পাশাপাশি পদ প্রত্যাশীদের ছবি।
সম্মেলন প্রস্তুতি কমিটির নিরলস প্রচেষ্টায় সফল আয়োজনের কোন কমতি নেই। দায়িত্বপ্রাপ্তদের পাশাপাশি স্থানীয় নেতা-কর্মীদের দেখ-ভালে নিয়মিত পরিদর্শন চলমান রয়েছে। তাদের প্রত্যাশা অতীতের চেয়ে সেরা আয়োজনে সফল ও সার্থক হবে এবারের উপজেলা আওয়ামী লীগের সম্মেলন।