
গাইবান্ধায় মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে ও সামাজিক আন্দোলন গড়ে তোলা লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দিনব্যাপী গাইবান্ধা সার্কিট হাউস মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান।
জেলা প্রশাসক মো. অলিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রবিউল হাসান, সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান, এনএসআই’র উপ-পরিচালক মো. আলমগীর হোসেন, বীরমুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা ও মাদকদ্রব্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস ঊর্মি।