
ভারতের ক্ষমতাসীন বিজেপি’র মুখপাত্র ‘নুপুর শর্মা’ ও দিল্লী শাখার মিডিয়াসেল প্রধান ‘নবীন কুমার জিন্দাল’ কর্তৃক বিশ্ব মুসলিম উম্মাহর মুক্তির দিশারী বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এবং তাঁর স্ত্রীকে নিয়ে কু-রুচিপূর্ণ অশালিন মন্তব্যের প্রতিবাদে ইমাম ওলামা পরিষদ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার আয়োজনে পৌর শহরের চৌমাথা মোড়ে শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা সমেবেত বিপুলসংখ্যক ধর্মপ্রান মুসল্লিদের অংশগ্রহনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার মুরারীপুর মাদ্রাসার মাহতামিম মাও. সাদেকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, তারাবিয়াতু সুন্নাহ্ মাদ্রাসার মাহতামিম মাও. নুরুনব্বী, উদয়সাগর হাজীপাড়া দারুল উলুম হাফেজিয়া মাদ্রাসার মাহতামিম মাও. মাহবুব রহমান, খাদ্য গুদাম মসজিদের পেশ ইমাম মাও. তাজুল ইসলাম, দূর্গাপুর হাফিজিয়া মাদ্রাসার মাহতামিম মাও. মুজাহিদুল ইসলাম ও সুঁইগ্রাম মাদ্রাসার শিক্ষক মাও. মশিউর রহমান প্রমুখ।
সমেবেত বক্তারা তৌহিদী মুসলিম জনতার পক্ষে হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর স্ত্রীকে নিয়ে কু-রুচিপূর্ণ অশালিন মন্তব্য করায় ভারত সরকারের সাথে বাংলাদেশের কুটনৈতিকসহ সকল সম্পর্ক বাতিলসহ তাদের উৎপাদিত পণ্যসমূহ বর্জনের দাবী জানানো হয়। এসময় ইমাম ওলামা কেন্দ্রীয় পরিষদ ঘোষিত কর্মসূচীর ৫ দফা দাবী বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়।