
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মজিব গোল্ডকাপ উপজেলা পর্যায়ের গাইবান্ধা সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ইউনিয়ন ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট শনিবার (১৮ জুন) গাইবান্ধা ইসলামিয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা আওয়ামীলীগের রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা শিক্ষা অফিসার জাকিরুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার শাহনাজ বেগম ও মাসুমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়া, পৌর আওয়ামীলীগের ওমর ফারুক রুবেল, সহ-সভাপতি কাউন্সিলর শেখ সর্দার মো. আসাদুজ্জামান হাসু, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মোফাজ্জল হোসেন, নান্দিনা সরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।
বালিকা গ্রুপের খেলায় নান্দিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় দল গাইবান্ধা পৌরসভার কলেজিয়েট সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে ২-১ গোলে পরাজিত করে নান্দিনা চ্যাম্পিয়ন হয়।
বালক গ্রুপের খেলায় তুলসীঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-১ গোলে পশ্চিম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে তুলসীঘাট চ্যাম্পিয়ন হয়।