বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৪তম কারামুক্তি দিবস এবং গণতন্ত্রের মুক্তি দিবস উপলক্ষে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা যুবলীগের উদ্যোগে মসজিদের দো’আ এবং মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) বাদ আসর প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে পৌরশহরের কেন্দ্রীয় থানা জামে মসজিদে বিশেষ দো’আ পরিচালনা করেন পেশ ইমাম আলহাজ্ব হাফেজ মাও. মোস্তাফিজুর রহমান রাজা।
অপরদিকে, এদিন সন্ধায় পৌরশহরের গিরিধারীপুর গৌড়ীয় মঠ মন্টিরে বিশেষ প্রার্থনা করেন মন্দিরের পুরোহিত ও পূঁজারীরা। এসময় যুবলীগ পলাশবাড়ী উপজেলা শাখা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা স্ব-স্ব ধর্মের সাধারণ মানুষজন পৃথক পৃথক ভাবে অংশ নেয়।