পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টি,আর) প্রকল্পের কাজ সরেজমিনে পরিদর্শন করেছেন অত্র ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল। জানা গেছে, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়নের ২০২১-২০২২ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষন (টি,আর) প্রকল্পের অধীনে অত্র ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুর গ্রামের ময়েজ উদ্দিন ঈদগাহ মাঠ সংস্কার বাবদ ২ লক্ষ ৫৬ হাজার ৩ টাকা ৭৪ পয়সা এবং উক্ত ইউনিয়নের কদমতলী আল কুরআন হাফিজিয়া মাদ্রাসা সংস্কার বাবদ ২ লক্ষ ও মধ্যরামচন্দ্র সেলিমের বাড়ীর পাশের্^ ঈদগাহ মাঠ সংস্কার বাবদ ২ লক্ষ ২৮ হাজার টাকা বরাদ্দ পায়। উক্ত বরাদ্দকৃত টাকা প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ স্বাক্ষরে নিজেরাই অফিস থেকে উত্তোলন করে কাজ বাস্তবায়ন করে আসছে। ৫ জুন দুপুরে উক্ত কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে কি-না তা সরেজমিনে পরিদর্শন করেন অত্র ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল।
এব্যাপারে, মধ্যরামচন্দ্রপুর গ্রামের ময়েজ উদ্দিন ঈদগাহ মাঠ প্রকল্প সভাপতি হাবিবুর রহমান জানান, আমি নিজে সমুদয় টাকা উত্তোলন করে ঈদগাহ মাঠের মাটি ভরাট, প্রাচীর ও মিনার নির্মাণ কাজ করেছি এবং বর্তমানে উক্ত কাজ চলমান রয়েছে। অপরদিকে উক্ত ইউনিয়নের কদমতলী আল কুরআন হাফিজিয়া মাদ্রাসা উন্নয়নে ২ লক্ষ টাকা বরাদ্দ হয়। এ ব্যাপারে উক্ত মাদ্রাসার শিক্ষক ও ওই প্রকল্পের সভাপতি খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক জানান, আমাদের যৌথ স্বাক্ষরে দুই কিস্তিতে ২ লক্ষ টাকা উত্তোলন করে মাদ্রাসার উন্নয়ন কাজ করিতেছি যা বর্তমানেও চলমান রয়েছে।
প্রকল্প পরিদর্শন কালে অত্র ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল সাংবাদিকদের জানান, বর্তমান সরকারের আমলে যে উন্নয়ন কাজ হয়েছে তা স্বাধীনতার পরে কখনো হয়নি। তিনি আরও বলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরেজমিন পরিদর্শন না করে কোন কাজেরই বিল প্রদান করেন না। বর্তমানে কাজে দূর্নীতি করার কোন সুযোগ নেই। কেউ যদি বলে কাজে দুর্নীতি হয়েছে, তা মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন।