
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের নারায়নপুর গ্রামে অবস্থিত রেখারাণী স্কুলের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দো’আ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুন) বিকেলে স্কুল প্রাঙ্গনে অত্র স্কুলের পরিচালক বাপ্পী গোবিন্দ তালুকদার-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্কুলের সহকারী শিক্ষক মনোয়ারুল ইসলাম, আঞ্জুয়ারা বেগম, শিক্ষার্থীদের মধ্যে সুজন ও আল আমিন প্রমুখ। এসময় স্কুলের শিক্ষক এবং বিদায়ী পরীক্ষার্থী ছাড়াও অন্যান্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি শিক্ষক আবুল বাশার। শেষে ২০২২ সালের পরীক্ষার্থীসহ দেশ ও জাতির মঙ্গল কামনায় এক বিশেষ দো’আ পরিচালনা করেন আমলাগাছী হাট জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল বাছেদ বাবুল। ২০২২ সালের পরীক্ষায় রেখারাণী স্কুলেল ২২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন বলে জানা যায়।