গাইবান্ধার পলাশবাড়ীতে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ উদ্ভাবনী বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ টাউন হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান নয়ন-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) সাদেকুর রহমান। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল রিপন, আনোয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডল, উপজেলা কৃষি অফিসার মোছা. ফাতেমা কাওসার মিশু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলতাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহা. মাহতাব হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসা. নাজমা খাতুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেন্টাল সার্জন ডা. মো. মাহাবুব আলম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডা আব্দুর রহমান প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ হচ্ছে পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রায়ণ, শিা সহায়তা, নারীর মতায়ন, সবার জন্য বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরা, বিনিয়োগ বিকাশ, কমিউনিটি কিনিক ও শিশু বিকাশ এবং ডিজিটাল বাংলাদেশ। উদ্যোগগুলো স্থানীয় পর্যায়ে বাস্তবায়নের চ্যালেঞ্জ এবং নতুন সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি বহুল প্রচারে করণীয় নির্ধারণ বিষয়ে সুপারিশ প্রণয়ন করা হয়।
কর্মশালায় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্বাস্থ্য ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা অংশ নেন।