
গাইবান্ধার পলাশবাড়ীতে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় পৌরশহরের উদয়সাগর মুন্সীপাড়া কৃষকদলের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (৪ জুন) সকালে সংগঠনের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে তেলজাতীয় ফসল চাষের সম্ভাবনা এবং পুষ্টি নিরাপত্তা অর্জনে গুরুত্বরোপ করে বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শর্মিলা সারমিন, উদয়সাগর মুন্সিপাড়া কৃষকদলের সহ- সভাপতি মো. নুরুল ইসলাম, অর্থ সম্পাদক শামীম আহমেদ, সাংবাদিক আল মাহামুদ জামান, মোছা. তারজিনা বেগম ও হাসু বেগম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি মো. আশরাফুজ্জামান শাহীন।